শিরোনাম
গত মাসে পাকিস্তান গিয়েও শেষ মুহূর্তে নিরাপত্তার অজুহাতে সফর বাতিল করে নিউজিল্যান্ড দল। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পাকিস্তানের দীর্ঘদিনের পরিশ্রম যে এক সিদ্ধান্তে বড় ধরনের ধাক্কা খায়।
স্বভাবতই কিউইদের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন সাবেক পাকিস্তানি ক্রিকেটারসহ ভক্ত-সমর্থকরা। অনেকেই তাই বিশ্বকাপে ২৬ অক্টোবর নিউজিল্যান্ড-পাকিস্তানের ম্যাচটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছিলেন।
‘প্রতিশোধ’ নেওয়া হয়ে গেছে। পাকিস্তান ওই ম্যাচে ৫ উইকেটে জিতেছে। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের কি তবে উচিত শিক্ষা দেওয়া হলো? পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম এভাবে ভাবতে নারাজ। বরং সফর বাতিলে কিউই ক্রিকেটারদের কোনো দোষ দেখছেন না তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক ভিডিও বার্তায় এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কিউইদের দায়ী না করার পরামর্শ দিয়ে বলেছেন, ‘কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্ট-এদের আমি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে চিনি। তাদের অর্জন, ক্যারিয়ার রেকর্ড দুর্দান্ত। তাদের আমি অনেক সম্মান করি।’
‘সফর বাতিল করায় তাদের কোনো দোষ ছিল না। এটা নিউজিল্যান্ড সরকারের সিদ্ধান্ত ছিল। পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিলে আমরাও চলে আসতাম।'
পাকিস্তানে নিউজিল্যান্ড দলের অনেক ভক্ত রয়েছে উল্লেখ করে ইমাদ বলেন, ‘পাকিস্তানসহ পুরো বিশ্বে তাদের (নিউজিল্যান্ড) অনেক ভক্ত রয়েছে। তাদের সঙ্গে খেলতে আমাদের ভালো লাগে।’
কিউইদের বিপক্ষে পাকিস্তানের জয় নিয়েও কথা বলেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তিনি মূল্যায়ন, ‘এই জয় পাকিস্তান ও পুরো বিশ্বে পাকিস্তানি সমর্থকদের সবার। ম্যাচটা সত্যিই দুর্দান্ত ছিল এবং আমরা তাদের হারিয়ে দিয়েছি। তারা শক্তিশালী দল, তবে পাঁচ উইকেটে জিতেছি এবং টুর্নামেন্টে আমরা ভালো অবস্থানে আছি।’