শিরোনাম
মিরপুরে নিউজিল্যান্ডের সিরিজে ফ্লপ ছিলেন ওপেনার লিটন কুমার দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার ধারাবাহিকতায় ছুটছেন। ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে সবশেষ ১২ ইনিংসে লিটনের রান ছিল ১০.৯২ গড়ে ১৩১!
বিশ্বকাপে ৫ ম্যাচে ব্যর্থতায় মোড়ানো লিটনের ইনিংসগুলো নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।
তবু লিটন নিয়মিত একাদশে। তার দলে অন্তর্ভূক্তি নিয়ে এত সমালোচনার কোনোটাই পাত্তা দিচ্ছে না বিসিবি।
এসব পরিসংখ্যান জানিয়ে ক্রীড়াব্যক্তিত্ব গাজী আশরাফ হোসেন লিপু বিস্ময় প্রকাশ করে কলাম লিখেছেন।
গণমাধ্যমে লেখা কলামে তিনি বলেছেন, ‘লিটনের মতো এমন সুযোগ পৃথিবীর কোনো ব্যাটার পায় কি না, জানি না। ইংল্যান্ডের ম্যাচে দুটি চারের ঝলক দেখিয়েছে সে। এরপর বাস্তবতাটা আগের মতোই দুঃখজনক। ফের কম রানে সাজঘরে লিটন।
লিপু প্রশ্ন রাখেন, একজন খেলোয়াড় এতবার ব্যর্থ হওয়ার পরও তাকে প্রথম একাদশে রাখা হয় কী করে?
তিনি বলেন, ‘এমন ব্যর্থতার পরও যদি মূল একাদশে একজন খেলোয়াড়ের জায়গা নিশ্চিত হয়, এটাই বলে দেয় দলের অবস্থাটা কী? দল তার কাছ থেকে ভালো শুরু আশা করে, তখন গোটা দলের ছবিটাই ফুটে ওঠে।’
প্রসঙ্গত, এবার বিশ্বকাপের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচে লিটন শ্রীলংকার বিপক্ষে ১৬ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১ রান করে আউট হন। প্রথম রাউন্ডের ৩ ম্যাচে তার রান যথাক্রমে ৫, ৬ ও ২৯। এরপরও সুপার টুয়েলেভে দিব্যি ওপেনার হিসেবে ঠাঁই পেলেন লিটন। লঙ্কানদের বিপক্ষে ১৬ রান করলে অনেকেই বিষয়টা মেনে নিয়েছিলেন। কিন্তু ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ফেলে দিয়ে লিটন জানিয়ে দিলেন, কতটা অনমনস্ক বা স্নায়ুচাপে ভুগছেন ইদানিং।
শুধু লিপুই নন; লিটনকে একাদশে অন্তর্ভূক্তির বিষয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। বলেছিলেন, ‘লিটন দাসকে তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। আমি জানিনা সে দলে কেন আছে?’
সূত্র: যুগান্তর