‘দুই ক্যাচ মিসের কারণে লিটনের অবদান মিথ্যা হয়ে যায় না’

ফানাম নিউজ
  ২৬ অক্টোবর ২০২১, ১৯:৩২

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আশা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ দল। আগে ব্যাট করে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করানোর পর শ্রীলঙ্কার ইনিংসের ১২ ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। কিন্তু এরপরই ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেয় লঙ্কানরা।

সেখানে অবশ্য বড় অবদান ছিল বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতার। ইনিংসের ১৩ ও ১৫তম ওভারে দুইটি ক্যাচ ছেড়ে দেন লিটন দাস। তাই স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে বাংলাদেশের হারের বড় দায় দেয়া হয় তাকে। ভক্ত-সমর্থকদের কাঠগড়ায় দাঁড় করানো হয় দুই ক্যাচ মিস করা লিটনকে।

তবে দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থনই পাচ্ছেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিনই তার পাশে দাঁড়িয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আজ (মঙ্গলবার) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনেও লিটনকে আগলে রাখলেন টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

তিনি বলেন, ‘সে (লিটন) আমাদের অন্যতম সেরা ফিল্ডার। বিষয়টা হলো দুই ক্যাচ মিসের কারণে দলে তার অবদান কমে যায় না। অবশ্যই যে কেউই ক্যাচ ছাড়তে পারে। এটা বেশি আলোচিত হচ্ছে কারণ তা সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছিল।’

গিবসন আরও যোগ করেন, ‘লম্বা সময় ধরেই লিটন আমাদের মূল খেলোয়াড়দের একজন। বাস্তবতা হলো একই জায়গা থেকে অন্য কেউও ক্যাচ ছাড়তে পারতো। আমরা তাকে তার কোয়ালিটির কথা মনে করিয়ে দেই এবং এটাও মনে করাই যে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা সবসময়ই খেলোয়াড়দের সমর্থন দেই।’