বিশ্বকাপে ব্রাজিলের ৯-১ গোলে জয়

ফানাম নিউজ
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩

উজবেকিস্তানে অনুষ্ঠিত ফিফা ফুটসাল বিশ্বকাপের গ্রুপ বি-এর ম্যাচে শুক্রবার (২০ সেপ্টেম্বর) থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে এই বিশাল ব্যবধানে হারের পরও অবশ্য থাইল্যান্ড শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। তবে ম্যাচের শুরু থেকেই ব্রাজিল তাদের আত্মবিশ্বাস এবং আধিপত্য বজায় রেখেছে।

প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধে আরো ছয়টি গোল করে তাদের জয় নিশ্চিত করে। ম্যাচের প্রথম মিনিটগুলো থেকেই ব্রাজিলের আক্রমণাত্মক খেলা স্পষ্ট হয়ে ওঠে, তবে ব্রাজিলের ফরোয়ার্ড মার্সেল প্রথমে ক্রসবারে বাধা পেয়ে শুরুতেই গোলপাওয়া থেকে বঞ্চিত হন। থাইল্যান্ডের গোলরক্ষক কাতাওয়ুত হানকাম্পা বারবার তাদের রক্ষা করলেও আক্রমণের চাপ সামলাতে শেষ পর্যন্ত ব্যর্থ হন। ম্যাচের ৬ মিনিটে মার্সেল প্রথম গোলটি করেন, যা ব্রাজিলের জয় যাত্রার শুরু করে।

১০ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন ফেলিপে ভ্যালেরিও, রাফায়েলের নিখুঁত পাসে নিচের কর্নারে বল জড়িয়ে দেন তিনি। থাইল্যান্ডের হয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে নারংসাক উইংওনের পাস থেকে মুহাম্মদ একটি গোল শোধ দিলেও, বিরতির আগে মার্সেল আরও একটি গোল করে ব্রাজিলকে ৩-১ গোলে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে থাইল্যান্ড ব্রাজিলের আক্রমণের বিপক্ষে টিকে থাকতে পারেনি। ২৩ মিনিটে পিটো গোল করে ব্যবধান বাড়ান, এরপর এক মিনিট পরই মার্লন দুর্দান্ত গোল করে স্কোরলাইন ৫-১ করেন। ২৬ মিনিটে থাইল্যান্ডের ক্রিতসাদা ওংকাও একটি আত্মঘাতী গোল করে এবং ৩১ মিনিটে পিটো নিজের দ্বিতীয় গোলটি করেন।

মার্সেল ৩৬ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এবং ম্যাচের শেষ দিকে ফেরাও নবম গোলটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। এই বিশাল জয়ের মাধ্যমে ব্রাজিল গ্রুপ বি-এর শীর্ষ স্থান নিশ্চিত করেছে, যেখানে থাইল্যান্ডও শেষ ষোলোতে জায়গা করে নেয় আগের দুই ম্যাচে জয়লাভের সুবাদে।