শিরোনাম
টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে স্কটিশ দুই ওপেনার জর্জ মুনশেয় ও অধিনায়ক কাইল কুইটজার। দলীয় ২২ রানে ব্যক্তিগত ৬ রান করে কুইটজার ফিরার পর আর ৪ রান যোগ করে ফেরেন মুনশেয়। তবে ম্যাচের মূল টার্নিং পয়েন্ট দাঁড়ায় তৃতীয় উইকেট জুটিতে রিচি বেরিংটন ও মেথু ক্রসের ৯২ রানের পার্টনারশিপে।
শেষদিকে স্কটিশদের ব্যাটিং লাইনআপ অনেকটাই এলোমেলো হয়ে যায়। শেষ ছয় উইকেট হারিয়েছে ১০ বলের ব্যবধানে। আর তাই কারো খাতায় জমা পড়েনি বলার মতো রান।
ফলে, বেরিংটন ৭০ ও ক্রশের ৪৫ রানের ওপর ভর করে স্কটল্যান্ডের দলীয় স্কোর দাঁড়ায় ১৬৫।
বল হাতে পাপুয়া নিউগিনির সফল বোলার কাবুয়া মরিয়ে। ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া চাদ সুপার তুলে নেন ৩ স্কটিশ ব্যাটার।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারানো স্কটল্যান্ড আজকের ম্যাচে জয় পেলে সুপার টুয়েলভের অনেক কাছাকাছি চলে যাবে। অন্যদিকে রাত ৮টায় একি মাঠে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।