শিরোনাম
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর হয়েছে কোকা কোলা। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বেভারেজ পার্টনার হিসেবে চুক্তি করেছে কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানিটি।
সোমবার (১৮ মার্চ) মিরপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই পক্ষের চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি। কোকা কোলার সঙ্গে সাড়ে তিন বছরের জন্য কিট স্পনসরের চুক্তি করেছে বিসিবি। এ ছাড়াও আগামী ২ বছর পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলসহ সব ফরম্যাট ও ক্যাটাগরিতেই বেভারেজ পার্টনার হিসেবে থাকবে তারা।
কোকা কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু উন নাহার বলেন, খেলার আছে মানুষকে ঐক্যবদ্ধ করার অসীম শক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই পার্টনারশিপ, ক্রিকেটের প্রতি মানুষের আবেগের সঙ্গে আমাদের ব্র্যান্ডকে ঐক্যবদ্ধ করার চমৎকার সুযোগ করে দেয়।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জাতীয় নারী ক্রিকেট দলের স্পনসর হয়ে, সব স্তরের ক্রিকেট সমর্থন করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরা। পাশাপাশি আমরা আরও বেশি সংখ্যক নারীকে ক্রিকেট খেলায় আসার প্রতি উৎসাহিত করতে চাই।
প্রতিষ্ঠানটি কিট স্পনসর হিসেবে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করবে। আর বেভারেজ পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, কোকা কোলা বাংলাদেশকে আমাদের কিট স্পনসর ও অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে পেয়ে আমরা গর্বিত। নারী ক্রিকেটকে উন্নত করা এবং সব স্তরে প্রতিভার লালন করাই আমাদের লক্ষ্য। এই পার্টনারশিপ সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এর আগে গত মাসে মূল স্পনসর হিসেবে টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে সাড়ে তিন বছরের জন্য চুক্তি করেছিল বিসিবি। চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুলাই পর্যন্ত। চুক্তি অনুসারে, এ সময়ে বিসিবিকে ৫০ কোটি টাকা প্রদান করবে রবি।