টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফানাম নিউজ
  ১৭ অক্টোবর ২০২১, ২০:১১

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই ফরম্যাটে দুই দলের একমাত্র দেখায় জিতেছিল স্কটল্যান্ড। ২০১২ সালে স্বাগতিক স্কটল্যান্ড হারিয়ে দিয়েছিল টাইগারদের।

বিশ্বকাপের প্রথম পর্ব বা বাছাই পর্বে বাংলাদেশ আজ নিজেদের প্রথম ম্যাচের একাদশে রাখেনি নিয়মিত ওপেনার নাঈম শেখকে। লিটন দাসের সঙ্গে ওপেনিং করবেন সৌম্য সরকার।

আইপিএল খেলে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। একাদশে রয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজ।

স্কটল্যান্ড নামছে এক অভিষিক্তকে নিয়ে। লেগ স্পিনার ক্রিস গ্রীভস প্রথমবার খেলতে নামছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুক হাসান (উইকেট রক্ষক), শেখ মেহেদী, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ড: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস (উইকেট রক্ষক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রীভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরীফ ও ব্র্যাড হোয়েল।