টিম ম্যানেজারের পদ থেকে বাদ নাফীস ইকবাল

ফানাম নিউজ
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২

বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার ছিলেন সাবেক ক্রিকেটার নাফীস ইকবাল।

তাকে মঙ্গলবার ওই পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছরের টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। তার জায়গায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় নাফীসকে।

এরপর থেকে টানা দায়িত্ব পালন করে গেছেন তিনি। গত বছরই অবশ্য তার পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। তার বিরুদ্ধে ক্রিকেটারদের সঙ্গে ভালো ব্যবহার না করার অভিযোগ ছিল। গত বছর জিম্বাবুয়ে সফর থেকে ফিরে ভালো ব্যবহার না পাওয়ার অভিযোগ করেছিলেন ক্রিকেটারদের একাংশ।

নাফীস ইকবাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের বড় ভাই। ৩৭ বছর বয়সী সাবেক এই ওপেনার জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন।