আইপিএল শিরোপা কে জিতবে ভবিষ্যদ্বাণী ডেল স্টেইনের

ফানাম নিউজ
  ১৫ অক্টোবর ২০২১, ১৮:৪৭

দুর্ভাগ্য বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের জন্য।  অতীতে তিনবার ফাইনালে উঠেও শিরোপার লড়াইয়ে হেরে যায় বেঙ্গালুরু। এবার তো ফাইনালের আগেই বিদায় নিল কোহলিরা। সূত্র: যুগান্তর

অন্যদিকে স্রেয়াশ আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস গত আসরে ফাইনালে মুম্বাইয়ের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। এবার ঋষভ পন্থের নেতৃত্বে আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলেও ফাইনালের আগেই বিদায় নেয় রিকি পন্টিংয়ের শিষ্যরা। 

বেঙ্গালুরু-দিল্লিকে হতাশ করেই আবারো ফাইনালে উন্নীত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ও ইয়ন মরগানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। 

অতীতের ১৩ আসরের মধ্যে চেন্নাই রেকর্ড ৮ বার ফাইনালে খেলে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার শিরোপা জিতে নেয় চেন্নাই। আইপিএল ১৪তম আসর নিয়ে ৯মবার ফাইনালে খেলছে চেন্নাই।

অন্যদিকে অতীতে দুইবার গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। এবারের ফাইনালে কেকেআরের নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া ইয়ন মরগান। 

আইপিএল ১৪তম আসরের ফাইনালে কে জিতবে, এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন বলেন, দল হিসেবে চেন্নাই বেশ ভালো। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুর্দান্ত পারফরম্যান্স করছেন, পাশাপাশি খুব ঠাণ্ডা মাথায় নেতৃত্ব দিচ্ছেন। ফাইনালে কলকাতাকে বেশ কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। 

তিনি আরও বলেছেন- আমার মনে হয় কলকাতার ভাগ্য সব সময় ওদের সঙ্গে থাকবে না। ভুল সিদ্ধান্ত, মরগান ও কার্তিকদের ছন্দে না থাকা কখনো না কখনো কলকাতাকে ডোবাবেই। দিল্লির বিপক্ষে প্রায় সেটাই হচ্ছিল। ফাইনালেও সেটা হতে পারে।