লিটনকে বাদ রেখে দল সাজাচ্ছে টাইগাররা

ফানাম নিউজ
  ৩০ আগস্ট ২০২৩, ০০:২৪

এশিয়া কাপের আগে দুঃসংবাদ কিছুতেই যেন পিছু ছাড়ছে না টাইগারদের। প্রথমে তামিম এরপর চোটের কারণে ছিটকে যান পেসার এবাদত। এখন ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাসও।

তামিমের অনুপস্থিতিতে ওয়ানডে ফরম্যাটের ওপেনিংয়ে দলের বড় ভরসাও সহ-অধিনায়ক লিটন দাস। তবে তাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাবার সম্ভাবনা নেই বললেই চলে, এমনটি টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, ‘আজ সুস্থ হলে কালই কলম্বো যাবেন লিটন।’ মঙ্গলবার (২৯ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জানান, লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি ও আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করবো ওকে কলম্বোতে নিয়ে আসার জন্য।

লিটনের না থাকা দলে বাড়তি চাপের তৈরি করেছে কি না এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, অবশ্যই। ও তো আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। যাই হোক, আশা করি কোনো সমস্যা হবে না।

এশিয়া কাপ খেলতে গত রবিবার দেশ ছাড়ে বাংলাদেশ। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের লাহোরে মাঠে নামবে তারা।