ইউনাইটেডের সঙ্গে বিলিয়ন ডলারের রেকর্ডগড়া চুক্তি অ্যাডিডাসের

ফানাম নিউজ
  ০২ আগস্ট ২০২৩, ০০:৫০

বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে ১০ বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই চুক্তির অংকটা ৯০ কোটি পাউন্ড বা ১.১ বিলিয়ন ডলার, যা কিনা ইংলিশ ক্লাব ফুটবলে নতুন এক রেকর্ড।

আগের ১০ বছরমেয়াদি ‘কিট’ চুক্তিটি ছিল ৭৫ কোটি পাউন্ডের। সেই চুক্তিই আরও ১০ বছরের জন্য নবায়ন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে খেলার সরঞ্জাম (কিট) নিয়ে সবচেয়ে দামি চুক্তির রেকর্ড গড়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে চুক্তির মেয়াদ বাড়ানোর খবরটি নিশ্চিত করেছে ইউনাইটেড।

ইউনাইটেড আগের চুক্তিটি সই করেছিল ২০১৪ সালে। নতুন এ চুক্তির মেয়াদ ২০৩৫ সালের জুন পর্যন্ত এবং সেখান থেকে মোট ৯০ কোটি পাউন্ড পাবে ইউনাইটেড।

বিবিসি জানিয়েছে, মৌসুমপ্রতি আয়ের হিসাবে প্রিমিয়ার লিগের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ‘কিট’ চুক্তি। ২০১৬ সালে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গেও ৯০ কোটি পাউন্ডের চুক্তি করেছিল চেলসি, কিন্তু সেই চুক্তি ছিল ১৫ বছর মেয়াদি। মৌসুমপ্রতি আয়ের হিসাবে তাই এগিয়ে এখন ইউনাইটেড।

১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে খেলার সরঞ্জাম সরবরাহের চুক্তি ছিল অ্যাডিডাসের। ২৩ বছর পর জার্মানির প্রতিষ্ঠানটি নাইকিকে সরিয়ে ২০১৫-১৬ মৌসুম থেকে আবারও ইউনাইটেডের সঙ্গে ১০ বছর মেয়াদি কিট চুক্তি করেছিল। তখনও ৭৫ কোটি পাউন্ডের সেই চুক্তিতে রেকর্ড গড়েছিল ইউনাইটেড।

ইউনাইটেড ও অ্যাডিডাস উভয়ই জানিয়েছে, নতুন চুক্তিতে তারা রেড ডেভিলসদের নারী দলটির উপর উল্লেখযোগ্য হারে গুরুত্ব দেবে।

অ্যাডিডাসের প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়র্ন গুল্ডেনে বলেছেন, খেলাধুলায় নিজ নিজ মর্যাদা দেয়ায় উভয়ের মধ্যে স্বাভাবিক সম্পর্কটা আরো দৃঢ় হয়েছে। এ কারণেই চুক্তির মেয়াদও বেড়েছে।