শিরোনাম
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আগামী ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ফুটবলে বিশ্বকাপজয়ী এই মহাতারকার অভিষেক হবে ২১ জুলাই।
আর্জেন্টিনা অধিনায়ক মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তির খবর নিশ্চিত করে ক্লাবের অন্যতম মালিক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম বলেছেন, মেসির ইন্টার মায়ামিতে আসা ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার’।
ইন্টার মায়ামিতে যোগ দেয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেছেন, ‘ইন্টার মায়ামিতে ক্যারিয়ারের পরের ধাপ শুরু করার ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। এটি অসাধারণ একটি সুযোগ এবং আমরা একসঙ্গে দারুণ কিছু করবো। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা। আমি এখন আমার নতুন এই ঘরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি।’
এদিকে, ২০২২-২৩ মৌসুম শেষের সঙ্গে পিএসজিতে মেসির দুই বছরের অধ্যায় শেষ হয়। চুক্তি অনুযায়ী ক্লাবটিতে আরও এক বছর থাকার পথ খোলা থাকলেও তা চাননি তিনি।
গত বছর কাতার বিশ্বকাপে দেশকে স্বপ্নের বিশ্বসেরার ট্রফি জেতানোর পর এবং ইউরোপীয় ফুটবলে দীর্ঘ প্রায় দুই দশকের সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে নতুন কিছুর আশায় মায়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন ৩৬ বছর বয়সী তারকা।