এক ক্যাচে সাকিবের আয় ১ লাখ ১৩ হাজার টাকা

ফানাম নিউজ
  ১৪ অক্টোবর ২০২১, ১৭:০১

শারজায় এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে যতটা উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান, পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ছিলেন ততটাই বিবর্ণ।

আরসিবির বিপক্ষে শেষ ওভারে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। কিন্তু দ্বিতীয় কোয়ালিফারে বল হাতে কোনো উইকেট পাননি। ব্যাট হাতেও ছিলেন রানশূন্য।

তবে কলকাতা ফাইনালে ওঠার ম্যাচে দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন সাকিব, যা তাকে এনে দিয়েছে ‘পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচ’ পুরস্কার। 

এই এক ক্যাচ তালুবন্দি করেই ১ লাখ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৩ হাজার টাকা) পুরস্কার পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

দিল্লির ইনিংসের ১৫তম ওভারে কলকাতার বোলার বরুণ চক্রবর্তীর করা প্রথম বলে তুলে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন শিখর ধাওয়ান। 

যদিও ক্যাচটি ছিল কষ্টসাধ্য। ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে ক্যাচটি লুফে নেন সাকিব। দিল্লির সর্বোচ্চ রানসংগ্রাহককে ফেরান। শিখরের আউটকে ম্যাচের ভাইটাল পয়েন্ট হিসেবে ধরেছেন বিশ্লেষকরা। কারণ উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন ধাওয়ান। সাকিবের তালুবন্দি হয়ে ৩৬ রানে সাজঘরে না ফিরলে ইনিংস লম্বা হতো তার। 

মাত্র ১৩৬ রানের লক্ষ্য ছুড়ত না দিল্লি। আর এই দুর্দান্ত ক্যাচ ধরার জন্য সাকিব জিতেছেন পুরস্কার।

ম্যাচে হাত ঘুরিয়ে ৪ ওভারে ২৮ রান দেন সাকিব। ব্যাট হাতে শেষ মুহূর্তে নেমে ২ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি।