প্রস্তুতি ম্যাচের হার নিয়ে চিন্তিত নন প্রধান নির্বাচক

ফানাম নিউজ
  ১৪ অক্টোবর ২০২১, ১২:১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা হয়ে থাকলো প্রশ্নবিদ্ধ। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংয়েও ভালো করতে পারেনি বাংলাদেশ। ফলে লাল-সবুজ জার্সিধারীদের ৪ উইকেটে হারতে হয়েছে। তার পরেও প্রস্তুতি ম্যাচের হার নিয়ে চিন্তিত নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ব্যাটারদের ব্যর্থতার পর বাংলাদেশ দল সংগ্রহ করে ১৪৭ রান। ১৪৮ রানের লক্ষ্য ছুড়েও শ্রীলঙ্কার ব্যাটারদের আটকে রাখতে পারেননি বোলাররা। বুধবার এক অনুষ্ঠানে এই হার নিয়ে সংবাদ মাধ্যমকে প্রধান নির্বাচক বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে উত্থান-পতন থাকবেই। কারণ এই ম্যাচগুলোতে অনেক কিছু পরখ করা দেখা হয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছু মিলে সবাইকে মূল্যায়ন করা হয়। এই ম্যাচের মাধ্যমে আসলে সবাই নিজেদের প্রস্তুতিটা নিতে পেরেছে।’

আগামী ১৭ অক্টোবর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে। তার আগে আরও একটি প্রস্তুত ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। বৃহস্পতিবার আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল। মিশন শুরুর আগে নিজেদের প্রস্তুতি নিয়ে নান্নু বলেছেন, ‘ওমানে আমরা ১০ দিন আগেই গিয়েছি এবং আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ফেলেছি। আরেকটা ম্যাচ আছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, বিশ্বকাপের আগেই দল ভালো একটা শেপের মধ্যে আসবে।’

দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন ওপেনাররা। বিশ্বকাপেও এমন হলে কঠিন পরিস্থতির মুখে পড়তে হবে। তবে নান্নু আশাবাদী, ওমান ও আরব আমিরাতের স্পোর্টিং উইকেটে ওপেনাররা বড় জুটির দেখা পাবে, ‘ওরা (ওপেনার) দেশে খেলে গেছে, এখানের উইকেট একটু স্লো ছিল। সেখানে দ্রুত মানিয়ে নেওয়া তাই কষ্টকর হচ্ছে। আরব আমিরাত এবং ওমানের উইকেটগুলো যেভাবে দেখছি, আমাদের ওপেনাররা সময় নিয়ে গুছিয়ে উঠতে পারবে এবং টিম হিসেবে খেলতে পারবে। আর শুধু ওপেনারদের নিয়ে ভাবলেই তো হবে না, শর্টার ভারশনে সবাইকেই ভালো খেলতে হবে।’ সূত্র: বাংলা ট্রিবিউন