ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ফানাম নিউজ
  ২৭ জুন ২০২৩, ০১:২৪

আর্জেন্টিনার ফুটবলে জয়জয়কার চলছেই। গত বছর কাতারে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনার জাতীয় দল। এবার জুনিয়র ফুটসাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো আলবিসেলেস্তেরা।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনার যুবারা। সেটাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে। ফাইনালে আর্জেন্টিনার জয়টি ২-১ গোলের।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে একই গ্রুপে ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালের আগেও তাই একবার একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্যারাগুয়ের লুক শহরে ফাইনালেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। যে লড়াইয়ে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। খেলা শুরুর ১২তম মিনিটে আন্দ্রের গোলে লিড নেয় তারা।

এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই লড়াইয়ে ফেরে আর্জেন্টিনা। বেত্তনির গোলে সমতায় ফেরে তারা। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে ক্যাসকোর গোলে জয় নিশ্চিত হয় আকাশি-সাদা জার্সিধারীদের।