শিরোনাম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট হচ্ছে ইউরোপা লিগ। পহেলা জুন হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস এরিনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে ইতালির এএস রোমা ও স্পেনের সেভিয়া। অন্যদিকে, আগামী ১১ জুন ইস্তানবুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ইতালির ইন্টার মিলান।
বৃহস্পতিবার রাতে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে রুখে ইউরোপা লিগের ফাইনালে পা রাখে হোসে মরিনহোর রোমা। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করে ইতালিন ক্লাবটি। ঘরের মাঠে প্রথম লেগ তারা জিতেছিল ১-০ ব্যবধানে। ফলে দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে পা রাখল রোমা।
এতে ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে পা রেখেছে মরিনহোর শিষ্যরা। সবশেষ ১৯৯০-৯১ মৌসুমে তারা প্রথম ও শেষবার লিগটির ফাইনাল খেলেছিল। সেবার ইন্টার মিলানের কাছে হেরে শিরোপা খুইয়েছিল ক্লাবটি।
এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সেভিয়া। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৩-২ হারিয়ে ফাইনালে উঠল ৬ বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা।
স্প্যানিশদের মাঠে ৬৫তম মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে ফাইনালের পথে বড় ধাপ ফেলে জুভেন্টাস। কিন্তু পাঁচ মিনিট পর সুসোর গোলে সমতা ফেরায় সেভিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। পঞ্চম মিনিটেই এরিক লামেলার গোল স্প্যানিশ ক্লাবকে তুলে দেয় ফাইনালে।