শিরোনাম
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে দলের অন্যতম সেরা তারকাকে হারাল রিয়াল মাদ্রিদ। ঊরুতে চোট পেয়ে অনির্দিষ্টকালীন সময়ের জন্য ছিটকে গেছেন লুকা মদ্রিচ। ৩৭ বছর বয়সী মদ্রিচ চলতি মৌসুমে লা লিগায় ম্যাচ খেলেছেন ২৮টি।
সর্বশেষ গত মঙ্গলবার লিগে জিরোনার বিপক্ষে ৪-২ গোলে হারের ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার লা লিগায় রিয়ালের পরবর্তী ম্যাচ আলমেরিয়ার বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কার্লো আনচেলত্তি বলেন, ‘জিরোনার বিপক্ষে সে চোট পেয়েছে এবং এখন মাঠের বাইরে থাকবে। তার চোটের অবস্থা এখনও অজানা এবং আমরা জানি না সে কোপার ম্যাচের জন্য ফিট হবে কিনা। আমরা হতাশ এবং আমরা আশা করি গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে সে শিগগিরই সেরে উঠবে।’
কোপা দেল রের ফাইনালে আগামী ৬ মে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেও এই অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডারের খেলা অনিশ্চিত। এছাড়া আগামী ৯ মে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে শিরোপাধারী রিয়াল। মদ্রিচের মাঠে প্রত্যাবর্তন অনিশ্চিত হলেও এখনই হাল ছাড়তে রাজি নন আনচেলত্তি।