শিরোনাম
ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ইংলিশদের 'বাংলাওয়াশ' করেছেন সাকিব আল হাসানরা। সেই জয়ের রেশ এখনও কাটেনি। এর মাঝেই আরও একবার ইংল্যান্ডকে বধ করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে দেশটিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।
শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত এ-গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়েছিল স্বাগতিক দল। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাাংলাদেশের মিজানুর রহমান।
জয়ের পর অধিনায়ক তুহিন তরফদার বলেন, আমরা এই জয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উনার প্রতি উৎসর্গ করছি।
এমন আনন্দের দিনেও দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ চলার সময় মারাত্মক আহত হন বাংলাদেশের দুই ডিফেন্ডার রাসেল হোসেন ও রোমান হোসেন। দুজনকেই বাংলাদেশ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেলের কপালে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। রোমানেরও কপালে তিনটি সেলাই লেগেছে।
এ-গ্রুপে চার ম্যাচের সবকটিতে জিতেছে আট পয়েন্ট বাংলাদেশের। শনিবার ইরাকের বিপক্ষে লড়বেন তুহিন তরফদাররা। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে বাংলাদেশের।