শিরোনাম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে চোটে পড়েছিলেন। তবে জশ হ্যাজেলউডকে নিয়ে আশায় বুক বেঁধেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট থেকে সেরে উঠবেন, অন্ততপক্ষে সিরিজের শেষদিকে খেলতে পারবেন, সেই আশায় ভারত সফরে তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়।
সেটা আর হলো না। গোড়ালির চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি হ্যাজেলউড। ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এক টেস্ট না খেলেই দেশে ফিরে যেতে হচ্ছে অসি পেসারকে।
সোমবার অস্ট্রেলিয়া দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হ্যাজেলউডের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। একইসঙ্গে ডেভিড ওয়ার্নারকে নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
দিল্লি টেস্ট খেলতে গিয়ে কনুইয়ে জোর আঘাত পান ওয়ার্নার। ফলে তার বদলে কনকাশন সাব মাঠে নামাতে হয়। ওয়ার্নারের হাতে এখনও ব্যথা আছে বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড।
হ্যাজেলউডকে নিয়ে অস্ট্রেলিয়ার কোচ জানিয়েছেন, দেশে ফিরে সিডনিতে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন ৩২ বছর বয়সী পেসার।