ব্রাজিলের জয়রথ থামাল কলম্বিয়া

ফানাম নিউজ
  ১১ অক্টোবর ২০২১, ১৩:১৭

ব্রাজিলের জয়ের রথ থামাল কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই ধারাবাহিক জয় পেয়েছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে নিজেদের দশম ম্যাচে গোলশূন্য ড্র করেছেন তিতের শিষ্যরা।

রোববার রাতে কলম্বিয়ার বারাংকিইয়ায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। কাতারের টিকিট পাওয়ার লড়াইয়ে টানা ৯ জয়ের পর পয়েন্ট হারাল তিতের দল।

খেলার শুরুতেই গোল করার সুযোগ পেয়েছিল কলম্বিয়া। ৪ মিনিটে পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়েরে মিনা। প্রথমার্ধে দারুণ একটি শট নিয়েছিলেন নেইমারও। তবে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে সাফল্য পায়নি কোনো দল। 

বাছাইপর্বে এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচে মধ্যে এটাই ব্রাজিলের প্রথম ড্র। জয় পেয়েছে বাকি ৯ ম্যাচে। ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আছে ব্রাজিল। সমানসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনার।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের এই প্রতিযোগিতায় সেরা চার দল সরাসরি খেলবে ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে। পাঁচ নম্বর দলটি খেলবে আন্তঃমহাদেশীয় প্লেঅফ।