শিরোনাম
তাকে দেওয়া হয়েছিল অন্তবর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব। স্থায়ীভাবে এই চেয়ারে বসার সুযোগও ছিল। তবে মাত্র একটি সিরিজ যেতেই প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন শহিদ আফ্রিদি।
আফ্রিদি দায়িত্ব ছাড়ায় নতুন করে প্রধান নির্বাচক নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড চেয়ারম্যান নাজাম শেঠি আজ (সোমবার) ঘোষণা করেছেন হারুন রশিদের নাম।
পাকিস্তানের সাবেক ব্যাটার হারুন রশিদ এর আগেও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৫ এবং ২০১৬ সালে এই পদে ছিলেন তিনি। ৬৯ বছর বয়সী হারুন ফের বসছেন প্রধান নির্বাচকের চেয়ারে।
হারুন রশিদ ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট এবং ১২টি ওয়ানডে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি ক্রিকেট প্রশাসনে যুক্ত হন।
নির্বাচক ছাড়াও পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স এবং পাকিস্তান দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার।
গত বছরের ২২ ডিসেম্বর পিসিবির ক্রিকেট ম্যানেজম্যান্ট বিষয়ক ১৪ সদস্যের কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে তাকে ওই পদ ছাড়তে হবে।