বাস না পেয়ে বাংলাদেশ দলকে হোটেলে ফিরতে হলো হেঁটে হেঁটে

ফানাম নিউজ
  ১০ অক্টোবর ২০২১, ২৩:৩৩

দুদিন বিরতির পর আজ বিকেলে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মালের ঘাসের মাঠ নির্ধারিত ছিল বাংলাদেশের অনুশীলনের জন্য। কিন্তু আগের দুদিন অনুশীলন না করায় এবং বাকি চার দলেরই আজ ম্যাচ থাকায় আজ বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন আধা ঘণ্টার বেশি সময় নিয়ে অনুশীলন করিয়েছেন। 

এই ফাঁকে বাংলাদেশকে বহন করা বাস অনুশীলন মাঠ থেকে মালে স্টেডিয়ামে আসে মালদ্বীপ দলকে হোটেলে নিতে। এতেই ঘটেছে বিপত্তি। 

বাস তো আর নিতে আসে না বাংলাদেশ দলকে! ৩০ মিনিট অপেক্ষার পর হেঁটেই হোটেলে ফিরেছেন বাংলাদেশের ফুটবলাররা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন তপু বর্মণরা।

হেঁটে হোটেলে যাওয়ার সময় ডিফেন্ডার তপু বর্মণকে বলতে শোনা যায়, ‘হেঁটে হেঁটে এলাম। আমাদের কোনো নিরাপত্তা নেই। এটা ঠিক নয়।’ 

জানা গেছে, আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ দলকে জানানো হয়েছিল, ৪০ মিনিট অপেক্ষা করলে বাস আসবে। কিন্তু অনুশীলনের পর ক্লান্ত ফুটবল দল অপেক্ষা করেনি। 

বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ বলছেন, ‘আয়োজকেরা দু–তিনটি বাস দিয়ে সব দলকে আনা নেওয়া করছে। ফলে একটা সমস্যা হয়েছে। আজ অনুশীলন শেষে আমরা আধা ঘণ্টার বেশি বসে ছিলাম। শেষ পর্যন্ত কোচ বললেন, চলো, হেঁটে যাই। কতক্ষণ বসে থাকব!’

অনুশীলন মাঠ থেকে হোটেলে আসতে ১০-১২ মিনিট লেগেছ। বাংলাদেশের ফুটবলারদের রাস্তায় দেখে মালেতে থাকা অনেক বাংলাদেশি অবাক হয়েছেন। ফুটবলারদের জৈব সুরক্ষাবলয় তাহলে আর কী থাকল? ছিল না কোনো নিরাপত্তাও। 

সাফ চ্যাম্পিয়নশিপের মতো একটা টুর্নামেন্টে ফুটবলাররা মালের রাস্তা পেরোচ্ছেন হেঁটে, যা অবাক করার মতো ব্যাপারই। সূত্র: প্রথম আলো