শিরোনাম
ভারতের ইউসুফ পাঠান, পাকিস্তানের ওয়াহাব রিয়াজদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন জুনায়েদ সিদ্দিকী। টি-টেন লিগে মারাঠা অ্যারাবিয়ানসের জার্সিতে দেখা যাবে তাকে। নতুন সংস্করণের এই ক্রিকেটের এবারের আসরে মোহাম্মদ সাইফউদ্দিনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।
মারাঠা অ্যারাবিয়ানসে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, ড্যারেন ব্রাভোরা রয়েছেন। শ্রীলঙ্কার পক্ষ থেকে খেলবেন দুশমন্থা চামিরা, ধনঞ্জয়া লাকসানরা।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা সাইফউদ্দিন খেলবেন বাংলা টাইগার্সের হয়ে।
বিশ্ব আসর শেষ হতেই ১৯ নভেম্বরে শুরু হচ্ছে টি-টেন লিগ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক জুনায়েদের। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০১২ সালে।
লাল-সবুজদের হয়ে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। একটি অর্শশতকসহ মোট রান ১৫৯। ২২.৭১ গড়ে স্ট্রাইকরেট ১৪৭।
ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩৩ বছর বয়সী জুনায়েদের ৭৮ ম্যাচে মোট রান ১ হাজার ৪৮৯। চারটি অর্ধশতক রয়েছে তার নামের পাশে। ২০.১২ গড়ে স্ট্রাইকরেট ১২১,৫৫।
দুরন্ত রাজশাহী, রংপুর রাইডার্স, সিলেট সুপার স্টার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে জুনায়েদের।