শিরোনাম
চট্টগ্রাম টেস্টে প্রথমদিনের পর আর বোলিং করতে না পারলেও ব্যাট হাতে নেমে ৮৪ রানের দারুণ এক ইনিংসের সুবাদে আইসিসি র্যাংকিংয়ে দুই বিভাগে এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বুধবার (২১ ডিসেম্বর) প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ে এ তথ্য জানা যায়।
র্যাংকিংয়ের তথ্যানুযায়ী, টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে চার ধাপ ও অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন সাকিব। অলরাউন্ডারদের তালিকায় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে টপকে বাংলাদেশ অধিনায়ক এখন তিনে। এক ও দুইয়ে যথাক্রমে দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে সাকিব এখন ৩৭ নম্বরে। এছাড়া দুই ধাপ করে এগিয়েছেন মুশফিকুর রহিম (১৯) ও নাজুমল হোসেন শান্ত (৮৪)। আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন।
আরেক অসি স্টিভেন স্মিথকে টপকে ক্যারিয়ারসেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়ার ট্রাবিস হেডও তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন।
বোলারদের র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। শীর্ষে যথারীতি প্যাট কামিন্স।