শিরোনাম
টোকিও অলিম্পিকে বাছাই প্রক্রিয়া নিয়ে সোচ্চার ছিলেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। এনিয়ে মিডিয়াসহ নানান জায়গায় প্রতিবাদও করেছেন। তার বিরুদ্ধাচরণ ভালো লাগেনি অ্যাথলেটিকস ফেডারেশনের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে আগামী এক বছরের জন্য সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে এই ফেডারেশন।
এই সময়ের মধ্যে ইসমাইল ঘরোয়া ও আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। শুরুতে ইসমাইলকে শোকজ দেওয়া হয়েছিল। এরপর করা হয় তদন্ত কমিটি। শেষমেষ গত ২ অক্টোবর নিষেধাজ্ঞার শাস্তিই দেয় এই কমিটি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘ইসমাইল শৃঙ্খলা ভঙ্গ করেছে। নিয়ম মেনেই ফেডারেশন থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে। কেননা সে ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে নানান সময়ে নেতিবাচক কথা বলেছে। যা নিয়ম বিরুদ্ধ ছিল।’
নৌবাহিনীর অ্যাথলেট ইসমাইল নিষেধাজ্ঞা নিয়ে তেমন কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘বিষয়টি আমার কর্মস্থল নৌবাহিনী দেখছে। আমি যতদূর জানি তারা চিঠিও পাঠিয়েছে।’ সূত্র: বাংলা ট্রিবিউন