আজারবাইজানের গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফাহাদ

ফানাম নিউজ
  ০৯ সেপ্টেম্বর ২০২২, ২১:২১

উজবেকিস্তানের তাশখন্দ শহরে চলতি দ্বিতীয় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা 'প্রেসিডেন্ট অব উজবেকিস্তান কাপ' ক্যাটাগরি-'এ'র চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান প্রতিযোগিতার ৯ নম্বর বাছাই খেলোয়াড় আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার দুরারবাইলি ভ্যাসিফকে পরাজিত করেছেন।

শুক্রবার সকালে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার ভ্যাসিফের কুইনস ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৪২ চালে জয়ী হন। আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ৪ খেলায় ৩ পয়েন্ট পেয়ে ৭ জনের সাথে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশের অপর খেলোয়াড় ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৪ খেলায় ১ পয়েন্ট পেয়েছেন। চতুর্থ রাউন্ডের খেলায় ফিদেমাস্টার পরাগ উজবেকস্তানের মহিলা ফিদেমাস্টার ববোমুরোদোভা মাফতোনাকে পরাজিত করেন।

বিকেলে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হয়েছে। পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার ফাহাদ নেদারল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সের্গেই তিভিয়াকভের সাথে ও ফিদেমাস্টার পরাগ উজবেকস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার ইগামরিদিভা বাখোরার সঙ্গে খেলছেন।

১৫ দেশের ১৯ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ১৬ জন আন্তর্জাতিকমাস্টার ও ২ জন মহিলা আন্তর্জাতিকমাস্টারসহ মোট ৬২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এ ক্যাটাগরির বিজয়ীদের মোট সাতাশি হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে।