এবার আইপিএল থেকেও অবসর নিলেন রায়না

ফানাম নিউজ
  ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৯

২০২০ সালের ১৫ আগস্ট হুট করেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। এরপরে অবশ্য আইপিএলে খেলা চালিয়ে গিয়েছিলেন এই আগ্রাসী ব্যাটসম্যান।

তবে আজ (৬ সেপ্টেম্বর) আইপিএল থেকেও অবসর নিলেন ৩৫ বছর বয়সী রায়না। ভারত এবং উত্তর প্রদেশের এই ক্রিকেটার সকল ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। টুইটারে এক বিবৃতি দিয়ে তিনি লিখেছেন,

‘ভারতীয় জাতীয় দল এবং রাজ্য দলের (উত্তর প্রদেশ) হয়ে খেলা আমার জন্য অনেক সম্মানের ছিল। আমি সব ধরনের ক্রিকেট (ঘরোয়া লিগ এবং আইপিএল) থেকে এখন অবসরের ঘোষণা দিচ্ছি। যদিও আমি আরও দুই তিন বছর ক্রিকেট খেলাটা উপভোগ করতে চাই।’

আইপিএল এবং ঘরোয়া লিগে না খেলা রায়না এখন থেকে চাইলে রোডসেফটি লিজেন্ডস লিগে খেলতে পারবে। এছাড়াও ভারতের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগেও চাইলে অংশ নিতে পারবে। ইতোমধ্যে লিজেন্ডস লিগে খেলার জন্য চেষ্টা চালাচ্ছেন রায়না।

এই ক্রিকেটার উত্তর প্রদেশ থেকে অনাপত্তিপত্রও গ্রহণ করেছে। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এবং ভাইস প্রেসিডেন্ট রাজিভ শুক্লাকেও লিজেন্ডস লিগে খেলার বিষয়ে জানিয়েছেন রায়না। তিনি আরও যোগ করেন,

‘আমি রোড সেফটি সিরিজ খেলবো। এছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং দুবাইয়ের টি-টোয়েন্টি লিগে খেলার জন্য আমার সঙ্গে যোগাযোগ করছে, আমি শিগগিরই সিদ্ধান্ত নিব।’

রায়না ২০১৮ সালের পর থেকে প্রথম শ্রেণি বা লিস্ট এ ক্রিকেটে কোনো ম্যাচ খেলেননি। সর্বশেষ ২০২১ সালের আইপিএলে খেলেছেন। তিনি চেন্নাই সুপার কিংসের অন্যতম প্রধান ক্রিকেটার ছিলেন। দলটির হয়ে ১১ আসরে চার শিরোপা জিতেছেন। দলটির হয়ে ১৭৬ ম্যাচে ৪৬৮৭ রান করেছেন রায়না।

সর্বশেষ আইপিএলের নিলামে অবশ্য দলটি এই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। রায়না জাতীয় দলের জার্সিতে ৩২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে সাত হাজার রানের পাশাপাশি ৬২ উইকেট শিকার করেছেন।