শিরোনাম
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার সময় দুর্ঘটনার শিকার হন কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল। নিজের র্যাকেটের আঘাতে নাক ফেটে রক্তপাত ঘটে নাদালের।
তবে রক্তাক্ত হয়েও শেষ পর্যন্ত ইতালির ফ্যাবিও ফগনিনিকে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ এই সুপারস্টার। ইনজুরি নিয়েই ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল ইতালির ফগনিনিকে ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ গেমে হারান।
বৃহস্পতিবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন নাদাল। ম্যাচের চতুর্থ সেট চলার সময়ে একটি ফোরহ্যান্ড শট খেলতে গেলে নাদালের র্যাকেট কোর্টের ফ্লোরে আঘাত করে। যা ফ্লোর থেকে সরাসরি এসে নাদালের নাকে আঘাত করে।
এই সময় দ্রুত সাইডলাইনে চলে যান এই ৩৬ বছর বয়সী তারকা। তখন দেখা যায় নাক থেকে রক্ত ঝরছে নাদালের। রক্তাক্ত নাক নিয়ে শুয়ে পড়েন নাদাল। এই সময় এই টেনিস তারকার ক্ষতস্থান সেরে তুলতে মেডিকেল টাইম আউট দেওয়া হয়।
এরপর রক্ত বন্ধ করে নাকে ব্যান্ডেজ লাগিয়ে আবার খেলা শুরু করেন নাদাল এবং এই অবস্থা নিয়েও ম্যাচ জিতে নেন। তৃতীয় রাউন্ডে ফ্রান্সের রিচার্ড গাসকুয়েটের বিপক্ষে খেলবেন নাদাল।