টানা দ্বিতীয় হ্যাটট্রিক, প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন হালান্ড

ফানাম নিউজ
  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫

ম্যানচেস্টার সিটিতে এসে কি ‌‘এলিয়েন’ হয়ে গেলেন আরলিং হালান্ড? চলতি মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়া ২২ বছর বয়সী এই স্ট্রাইকার টানা দ্বিতীয় ম্যাচে করলেন হ্যাটট্রিক।

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন নরওয়ের এই স্ট্রাইকার। এবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হ্যাটট্রিক করলেন ২৬ মিনিটের ব্যবধানে।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির প্রথম তিনটি গোলই করেন হালান্ড। ম্যাচের ১২ মিনিটে প্রথম, ২৩ মিনিটে দ্বিতীয় আর ৩৮ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই স্ট্রাইকার।

হালান্ডের হ্যাটট্রিকে ভর করে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দুটি গোল করেন জুলিয়ান আলভারেজ, বাকি একটি জোয়াও ক্যানসিলোর।

প্রিমিয়ার লিগে দ্রুততম ৯ গোল করে এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছেন হালান্ড। পেছনে ফেলেছেন সিটির আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে।

আগুয়েরো ২০১১ সালে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগে নিজের প্রথম পাঁচ ম্যাচে করেছিলেন ৮ গোল। যা ছিল নিউক্যাসলের কিংবদন্তি মিকি কুইনের সঙ্গে যৌথ রেকর্ড।

হালান্ড তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন। নিজের প্রথম পাঁচ ম্যাচে ৯ গোল করে নরওয়ের এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগের ইতিহাসে এখন নতুন রেকর্ডের মালিক।