শিরোনাম
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির প্রতিপক্ষ প্যারাগুয়ে। অন্যদিকে নেইমারদের বিপক্ষে লড়বে ভেনিজুয়েলা। এছাড়া উরুগুয়ে খেলবে কলম্বিয়ার বিপক্ষে।
প্যারাগুয়ের আসুনসিওনে শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে আর্জেন্টিনার ম্যাচটি।
একই সময়ে ঘরের মাঠ মন্টেভিডিওতে নামবে লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিরা। অন্যদিকে সাড়ে পাঁচটার দিকে ভেনিজুয়েলার কারাকাসে খেলবে ব্রাজিল।
কাতার বিশ্বকাপ বাছাই পর্বের লাতিন অঞ্চলের শীর্ষে রয়েছে সেলেসাওরা। ৮ ম্যাচ খেলে সবগুলোতে জয় তুলেছে ব্রাজিল। সমান ম্যাচে পাঁচটিতে জয় ও তিনটি ম্যাচ ড্র করেছে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।
এক ম্যাচ বেশি খেলে চার জয়, তিন ড্র ও দুই পরাজয়ে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে।