ইউসিএলের মৃত্যুকূপে বার্সা, সহজ গ্রুপ রিয়াল-পিএসজির

ফানাম নিউজ
  ২৬ আগস্ট ২০২২, ০৮:৫৭

গত রাতে ইস্তাম্বুলে হয়ে গেলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউসিএল) ফুটবলের ২০২২-২৩ মৌসুমের গ্রুপপর্বের ড্র। যেখানে গ্রুপ অব ডেথ তথা মৃত্যুকূপে পড়েছে জনপ্রিয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেই ও রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বার্সেলোনার অন্যতম বিব্রতকর পরাজয় ২০১৯-২০ আসরের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের হার। এছাড়া গত মৌসুমেও দুইবারের দেখায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এবারও বায়ার্নের সঙ্গে একই গ্রুপে রয়েছে বার্সেলোনা।

বায়ার্ন-বার্সার ‘সি’ গ্রুপে তৃতীয় শক্তিশালী দল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। এ তিন দলের উপস্থিতিই মূলত এটিকে মৃত্যুকূপ বানিয়েছে। এছাড়া গ্রুপের চতুর্থ সদস্য হলো চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেন। তারাও যে কোনো দলকে চমকে দেওয়ার সক্ষমতা রাখে।

অন্যদিকে এফ গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের সঙ্গে রয়েছে লাইপজিগ, শাখতার দোনেৎস্ক ও সেল্টিক। আর লিওনেল মেসি ও নেইমার জুনিয়রদের পিএসজি রয়েছে এইচ গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ ক্লাব হলো জুভেন্টাস, বেনফিকা ও ম্যাকাবি খাইফা।

আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের খেলা। যা চলবে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত। পরে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। যা শেষ হবে ১৫ মার্চ। কোয়ার্টার ফাইনাল শেষ হবে ১৯ এপ্রিল ও সেমিফাইনালের শেষ ম্যাচের লড়াই হবে ১৭ মে তারিখে।

সব শেষ করে ২০২৩ সালের ১০ জুন ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।

একনজরে চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ

গ্রুপ এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স

গ্রুপ বি: পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, ক্লাব ব্রুজ

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লাজেন

গ্রুপ ডি: আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং লিসবন, মার্সেই

গ্রুপ ই: এসি মিলান, চেলসি, সালজবার্গ, ডায়নামো জাগরেব

গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার দোনেৎস্ক, সেল্টিক

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন

গ্রুপ এইচ: পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি খাইফা