শিরোনাম
২০০০ সালের দিকে ম্যাচ ফিক্সিং বিতর্কে টালমাটাল হয় ভারতের ক্রিকেট। ম্যাচ ফিক্সিংকাণ্ডে সে সময় নিষিদ্ধ হন ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব মনোজ প্রভাকর।
সেই বির্তকিত ব্যক্তিত্বকেই হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোজ প্রভাকরকে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
গত জুলাইয়ে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করা পুবুদু দসানায়েকের স্থলাভিষিক্ত হলেন এ সাবেক ভারতীয় অলরাউন্ডার।
নেপালের দায়িত্ব নেওয়ার পর এক বিবৃতিতে প্রভাকর বলেছেন, ‘ ক্রিকেট নিয়ে নেপালে আগ্রহ দারুণ। দেশটিতে মেধাবী ক্রিকেটার রয়েছে অনেক। এসব দেখে নেপালের ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। আশা করি, তাদের শক্তিশালী একটি দল হিসেবে গড়ে তুলতে পারব।’
মুখে বলা যতটা সহজ ততোটা কাজের বেলায় নয়; সেটি অবশ্য প্রভাকরও জানেন।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ বাছাইপর্বে গ্রুপ পর্বে শীর্ষে উঠেছিল দলটি। সেমিফাইনালে হেরে বাদ পড়ে তারা।
এখন পর্যন্ত বড় কোনো দলের কোচ না হতে পারলেও প্রভাকরের কোচিং ক্যারিয়ার দীর্ঘ। ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে দিল্লি, রাজস্থান এবং উত্তর প্রদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ছিলেন আফগানিস্তানের বোলিং কোচ।
ভারতের হয়ে ১৯৮৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৩৯টি টেস্ট ও ১৩০টি ওয়ানডে খেলেছিলেন প্রভাকর। ১৯৯৬ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৪৭ রান দেওয়ার পর পরের ম্যাচে বাদ পড়েছিলেন। এরপর অবসরই নিয়ে নেন।