পর্তুগিজ সানচেসকে দলে টানল পিএসজি

ফানাম নিউজ
  ০৫ আগস্ট ২০২২, ১৭:০৭

মাঝমাঠের শক্তি বাড়াতে পর্তুগালের মিডফিল্ডার রেনাতো সানচেসকে দলে টানল পিএসজি। লিল থেকে পাঁচ বছরের চুক্তিতে মেসি-নেইমারদের ক্লাবটিতে নাম লেখালেন তিনি।

লিগ ওয়ানের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানায়। যদিও সেখানে ট্রান্সফার ফির বিষয়ে কিছু বলা হয়নি। তবে ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী ২৪ বছর বয়সী এই ফুটবলারকে পেতে পিএসজির খরচ দেড় কোটি ইউরো। 

স্বদেশি ক্লাব বেনফিকার একাডেমিতে বেড়ে ওঠা সানচেসের দলটির হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেক হয় ২০১৫-১৬ মৌসুমে। সেবার দলটির পর্তুগিজ লিগ ও কাপ জয়ে অবদান রাখেন তিনি। 

২০১৬ সালে তিনি যোগ দেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। দলটির হয়ে খেলেন ৫৩ ম্যাচ। জেতেন দুটি বুন্ডেসলিগা, একটি করে জার্মান কাপ ও জার্মান সুপার কাপ। মাঝে ২০১৭-১৮ মৌসুমে ধারে খেলেন ইংলিশ ক্লাব সোয়ানসি সিটিতে।
 
এরপর ২০১৯ সালে তিনি যোগ দেন লিলে। দুই বছর পর দলটির হয়ে জেতেন লিগ ওয়ান শিরোপা। পর্তুগাল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ৩ গোল করেছেন সানচেস।