শিরোনাম
সেন্ট কিটসের বেসেতেরেতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি অদ্ভুত এক কারণে। দুই দলের খেলোয়াড়দের টিম লাগেজ ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে আসতে দেরি হওয়ায় ম্যাচটি পিছিয়ে গেছে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি হয়েছিল ত্রিনিদাদে। সেখান থেকে সেন্ট কিটসের বেসেতেরেতে এসেছে দুই দল। কিন্তু দল আসলে কী হবে! তাদের লাগেজ এসে তো পৌঁছায়নি। যেখানে ব্যাট-প্যাডসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে ক্রিকেটারদের।
ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। কিন্তু সময়মতো খেলোয়াড়দের লাগেজ না পৌঁছানোয় দুই ঘণ্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে দশটায় শুরু হবে ম্যাচ।
পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে। ত্রিনিদাদে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৯০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল সফরকারীরা। জবাবে ৮ উইকেটে ১২২ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচটি তারা হারে ৬৮ রানের বড় ব্যবধানে।