রাশিয়াকে বাদ দিয়ে নতুন তিন দলকে সুযোগ দিলো আইসিসি

ফানাম নিউজ
  ২৭ জুলাই ২০২২, ১৩:২৬

ক্রিকেটকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সে লক্ষ্যে নতুন তিনটি দেশকে সহযোগী সদস্যপদ দিয়েছে আইসিসি।

এদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র সহযোগী সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে রাশিয়ার। মঙ্গলবার (২৬ জুলাই) যুক্তরাজ্যের বার্মিংহামে বার্ষিক সভা শেষে এমন সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে আইসিসির সদস্যপদ পাওয়া মোট দল হলো ১০৮। যার মধ্যে ৯৬টি সহযোগী সদস্য।

নিজেদের বৈঠক শেষে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সহযোগী সদস্য হওয়ার পর যেসব কার্যক্রম চালাতে হয় এবং যে ধরনের পরিবেশ ও সুযোগ-সুবিধা থাকতে হয় ২০১৯ সাল থেকে সেই সব কার্যক্রম চালাতে পারেনি রাশিয়া। যুদ্ধ শুরুর পর ২০২১ সালে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পর এবার চলতি বছরের বার্ষিক সম্মেলন শেষে দেশটির সহযোগী সদস্যপদ বাতিলই করা হলো।

এদিকে নতুন সহযোগী দেশ হিসেবে সদস্যপদ পেলো এশিয়া মহাদেশের কম্বোডিয়া এবং উজবেকিস্তান। অন্য দলটি হচ্ছে আফ্রিকা মহাদেশের আইভরিকোস্ট। এই তিন দেশ সহযোগী সদস্যপদ পেলেও আবেদন করা সত্ত্বেও সুযোগ মেলেনি ইউক্রেনের।

এক্ষেত্রে আইসিসি জানিয়েছে, সহযোগী সদস্য হওয়ার মতো ক্রিকেট খেলার যে অনুকূল পরিবেশ থাকা উচিত, সেটি নেই ইউক্রেনের। যার ফলে এই মুহূর্তে সুযোগ মেলেনি ইউক্রেনের সামনে। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত দেশটির পরিস্থিতির উন্নতি হলে এবং ক্রিকেটীয় কার্যক্রম পুরোদমে শুরু হলে পুনরায় তাদের বিষয়টি বিবেচনায় নেবে আইসিসি।