শিরোনাম
ক্লাব ফুটবলের ব্যস্ততার আগে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে ব্যস্ত জায়ান্ট ক্লাবগুলো। লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) খেলছে প্রাক-মৌসুমের ম্যাচ। বর্তমানে জাপান সফরে আছে মেসির পিএসজি।
সেখানে মেসি এবং পিএসজি দুই পক্ষই দারুণ সূচনা করেছে। টোকিওর নিউ ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার প্রীতি ম্যাচে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। যেখানে পিএসজির হয়ে গোলের দেখা পেয়েছেন মেসি।
এই ম্যাচে পিএসজির আক্রমণভাগের তিন তারকা মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার তিনজনই মাঠে নামেন। তবে কেউ পুরো সময় খেলেননি। এমবাপ্পে এবং নেইমার প্রথমার্ধ শেষে এবং মেসি উঠে যান ৬২তম মিনিটে।
ম্যাচে প্রথম গোলই আসে মেসির পা থেকে। খেলার ৩২তম মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান আর্জেন্টাইন এই জাদুকর।
খেলার ৫৮তম মিনিটে পিএসজিকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন সদ্য টিনেজ পেরোনো ফরাসি ফরোয়ার্ড আহনু কালিমেন্দু। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে কাওয়াসাকির হয়ে সান্ত্বনামূলক গোল করেন কাজুইয়া ইয়ামামুরা।