উইন্ডিজদের বিপক্ষে ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

ফানাম নিউজ
  ০৪ জুলাই ২০২২, ১২:০৪

‘ছোট দেশের বড় তারকা’—একটা সময় সাকিব আল হাসানকে নিয়ে এভাবেই বলা হতো। ক্রিকেটে বাংলাদেশ এখন আর ছোট দল নেই। সাকিবও সব ছাড়িয়ে ছুটছেন দুর্দান্ত গতিতে।

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে গড়েছেন আরেকটি বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে দুই হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট শিকার করা প্রথম ক্রিকেটার হলেন বাংলাদেশের সাকিব।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ডমিনিকায় ৩৫ রানে হেরে যাওয়া ম্যাচে সাকিবের রেকর্ডই একমাত্র প্রাপ্তি। দুই হাজার রান ও ১০০ উইকেটের বিশ্ব রেকর্ড গড়তে সাকিব খেলেছেন ৯৮ ম্যাচ।

দুই হাজার রান ও ১০০ উইকেটের আগে এক হাজার রান ও ১০০ উইকেটের রেকর্ডটাও ছিল সাকিব আল হাসানের দখলে।

এদিকে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। ডমিনিকার উইন্ডসর পার্কে ওবেড ম্যাককয়কে ছয় হাঁকিয়ে শর্টার ফরম্যাটে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করেন সাকিব।

এই অলরাউন্ডারের আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে প্রথম দুই হাজার রান স্পর্শ করা ক্রিকেটার হলেন মাহমুদউল্লাহ। তিনি ১১৫তম ম্যাচে এসে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বর্তমানে টাইগার ক্রিকেটার সাকিব। ৯৮ ম্যাচে ১২০ উইকেট আছে সাকিবের নামের পাশে। এই তালিকায় সাকিবের পরে আছেন কিউই পেসার টিম সাউদি। তিনি নিয়েছেন ১১১ উইকেট।