শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার স্টিফেন ডোহেনি ও বোলিং অলরাউন্ডার গ্রাহাম হিউম।
কোচিংয়ের দিকে মনোযোগ দিতে অবসর নিয়েছেন আইরিশদের সাবেক অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ৩৭ বছর বয়সী ব্যাটারের অভাব পূরণে দলে এসেছেন ডোহেনি। ২৩ বছর বয়সী ব্যাটার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন। ৫০ ওভারের আন্তঃ প্রাদেশিক প্রতিযোগিতায় দুর্দান্ত ব্যাটিংয়ে কিউইদের বিপক্ষে স্কোয়াডে জায়গা পেলেন তিনি। আসরে ৩৬.৫০ গড়ে ১৪৬ রান করেন ডোহেনি। সর্বোচ্চ স্কোর ৯৭।
আন্তঃ প্রাদেশিক প্রতিযোগিতার এই মৌসুমে বল হাতে ৯.৪০ গড়ে ১০ উইকেট নিয়ে জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী হিউম।
১০ জুলাই মালাহাইডে হবে দু’দলের সিরিজের প্রথম ওয়ানডে।
আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার, ক্রেইগ ইয়ং।