শিরোনাম
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে সাদিও মানেকে বিক্রি করতে রাজি লিভারপুল। ৪১ মিলিয়ন ইউরোতে হচ্ছে এই চুক্তি।
অলরেডরা ফিক্সড ৩২ মিলিয়ন ইউরো পাবে মানেকে ছেড়ে দিয়ে। এর সঙ্গে আরও ৬ মিলিয়ন ইউরো যোগ হবে তার ম্যাচ খেলা নিয়ে। বাকি ৩ মিলিয়ন ইউরো লিভারপুলের পকেটে যাবে সেনেগালিজ ফরোয়ার্ডের ব্যক্তিগত ও দলীয় অর্জনে।
মানেকে অবশ্য শুরুতে ছাড়তে চায়নি লিভারপুল। পরে দুই ক্লাব একমত হয় ৩০ বছর বয়সী তারকার ব্যাপারে। অ্যানফিল্ডে আরও এক মৌসুমের চুক্তি ছিল তার। কিন্তু তা শেষ করার আগেই অ্যালিয়েঞ্জ অ্যারেনায় যাচ্ছেন মানে।
২০১৬ সালে ৩১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাউদাম্পটন ছেড়ে অ্যানফিল্ডে এসেছিলেন সেনেগালিজ ফরোয়ার্ড। তার সঙ্গে যোগ হয়েছিল আনুষঙ্গিক আরও ২.৫ মিলিয়ন পাউন্ড। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে ৯০ গোল করেছেন মানে। গত মৌসুমে করেন ২৩ গোল।
এদিকে, মানের বায়ার্নে যাওয়ার আলোচনা চলাকালীন আক্রমণভাগের নতুন তারকা খুঁজে নিয়েছে লিভারপুল। বেনফিকার উরুগুইয়ান ফরোয়ার্ড ডারউইন নুনেজের সঙ্গে ৬৪ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে তারা।