শিরোনাম
উমর আকমলের মতো একটি ক্রিকেট প্রতিভা অকালেই শেষ হয়ে গেল। আর এজন্য পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে দায়ী করছেন উইকেটকিপার ব্যাটসম্যান আকমল।
৩২ বছর বয়সী আকমল সম্প্রতি একটি টিভি শোতে অংশ নিয়ে বলেন, মিকি আর্থার আমার ক্যারিয়ার নষ্ট করেছে। তৎকালীন নির্বাচক কমিটি এবং স্থানীয় কোচরা আমাকে সমর্থন করেননি, তারা নীরব ভূমিকা পালন করেছেন। মিকি আর্থার পরে স্বীকার করেছেন যে তিনি আমার বিরুদ্ধে কঠোর শব্দ ব্যবহার করেছিলেন।
২০১৭ সালের আগস্টে একটি প্রেস কনফারেন্সে আকমল দাবি করেছিলেন যে, কোচ মিকি আর্থার তার সঙ্গে বাজে ভাষা ব্যবহার করেছেন এবং তাকে অপমান করেছেন। শুধু তাই নয়, জাতীয় দলের কথা বাদ দিয়ে আকমলকে ক্লাব ক্রিকেট খেলতে বলেছেন আর্থার।
পাকিস্তানের হয়ে ১২১ ওয়ানডে, ৮৪টি টি-টোয়েন্টি আর ১৬টি টেস্টে ম্যাচে অংশ নিয়ে ৩টি সেঞ্চুরি আর ৩৪টি ফিফটির সাহায্যে ৫ হাজার ৮৮৭ রান করা আকমল আরও বলেন, আমি পাকিস্তানের সেই বিরল ক্রিকেটার, যার প্রতিটি পর্যায়ে উপেক্ষিত হতে হয়েছে।
আকমলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে টুইট বার্তায় মিকি আর্থার উমর আকমলকে আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ করেন।
শুধু মিকি আর্থারই নয়, পাকিস্তানের সাবেক বোলিং কোচ ওয়াকার ইউনিসকেও দায়ী করছেন আকমল। তিনি মিকি আর্থার ও ওয়াকার ইউনিসকে অপেশাদার কোচ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।
আকমল বলেন, ওয়াকার ইউনিস একজন কিংবদন্তি ফাস্ট বোলার ছিলেন কিন্তু আমি তার মধ্যে কোচ হওয়ার মতো কিছু দেখতে পাইনি।