শিরোনাম
দলের সবাই যখন প্রথম টেস্টের আগে অনুশীলনে ব্যস্ত, সাকিব আল হাসান তখন পরিবারকে সময় দিতে ছুটে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। টেস্ট দলের নেতৃত্ব ফিরে পাওয়া সাকিবকে ছাড়াই শুক্রবার রাতে বাংলাদেশ দল অ্যান্টিগার কলিজ ক্রিকেট মাঠে নেমেছে অনুশীলন ম্যাচ খেলতে।
সাকিবের অনুপস্থিতিতে উইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক লিটন দাস। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে সাকিব গিয়েছিলেন সিঙ্গাপুরে নিয়মিত চেক-আপ করাতে। ডাক্তার দেখিয়ে দেশে ফিরে নেন টেস্ট দলের দায়িত্ব। এরপর অনেকটা গোপনেই দেশ ছাড়েন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। পরিবারের সঙ্গে কটা দিন ছুটি কাটিয়ে এবার দলের ফেরার পালা। আজ ১১ জুন শনিবার সাকিবের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল।
আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সূত্র: আরটিভি