শিরোনাম
ভারতীয় নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক এবং কিংবদন্তিতুল্য মিতালি রাজ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে।
নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় মিতালি রাজের চেয়ে বেশি সময় ধরে ক্যারিয়ার গড়েননি আর কেউই। এই ভারতীয় নারী ক্রিকেটার ২৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে সার্ভিস দিয়েছিলেন। অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৯ বছর বয়সী মিতালি।
১৯৯৯ সালে মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মিতালির। ওয়ানডে দিয়ে অভিষেক ঘটা মিতালি ২০০২ সালে টেস্ট ক্রিকেটেও পা রাখেন।
আর নেমেই মাত্র ১৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ নারী ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতক হাঁকান তিনি। করেছিলেন ২১৪ রান। টেস্টে সেটিই মিতালি রাজের একমাত্র শতক। টেস্ট ক্যারিয়ারেও ভারতীয় এই ক্রিকেটার সর্বোচ্চ ১৯ বছর ধরে খেলে গেছেন।
ভারতীয় ক্রিকেটে দারুণ শুরু করার কারণে ২০০৩ সালে অর্জুনা অ্যাওয়ার্ড জেতেন মিতালি। এর এক বছর পর সর্বকনিষ্ঠ নারী ক্রিকেটার হিসেবে টেস্ট দলের অধিনায়কত্বও পান তিনি। তবে বর্তমানে এই তালিকায় আছেন তিন নাম্বারে।
টেস্ট ক্যারিয়ার খুব একটা লম্বা না হলেও ভারতীয় ওয়ানডে দলের সেরা মুখ ছিলেন মিতালি। দলটির হয়ে খেলেছেন ২৩২ ওয়ানডে। এরমধ্যে রেকর্ড ১৫৫ ম্যাচে করেছেন অধিনায়কত্ব। এছাড়াও ব্যাট হাতে ওয়ানডে ফরম্যাটে আছেন ৭৮০৫ রান। যা নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
এছাড়াও ওয়ানডেতে টানা ৭ ম্যাচে ফিফটির রেকর্ড আছে মিতালির। এছাড়াও নারী আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ৬৪টি ফিফটির মালিকও তিনি। করেছেন ৭টি শতকও। ক্রিকেট থেকে অবসরের সময়েও নারী ওয়ানডের র্যাংকিংয়ে সাতে অবস্থান করছিলেন এই ভারতীয় ক্রিকেটার।
নারী টি-টোয়েন্টিতে ৮৯ ম্যাচে ২৩৬৪ রান করেছিলেন মিতালি। কোনো শতক না থাকলেও ১৭টি ফিফটি পেয়েছিলেন এই ফরম্যাটে। ক্যারিয়ার সর্বোচ্চ ছিল অপরাজিত ৯৭ রানের।
২০১৫ সালে ভারতের সর্বোচ্চ পুরষ্কার খ্যাত পদ্মশ্রী ভূষিত হয়েছেন মিতালি। এছাড়াও ক্রিকেটে অসাধারণ অবদান রাখার দরুণ ২০২১ সালে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। তার আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা জিতেছিলেন এই পুরষ্কার।