আমিরাতকে হারিয়ে কাতারের টিকিটের আশায় অস্ট্রেলিয়া

ফানাম নিউজ
  ০৮ জুন ২০২২, ১২:৫৭

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। সোমবার প্লে-অফের ফাইনালে পেরুকে হারাতে পারলে কাতারের টিকিট নিশ্চিত হবে গ্রাহাম আর্নল্ডের শিষ্যরা।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে এশিয়ান প্লে-অফের ম্যাচটিতে দু’দলের প্রথমার্ধ কাটে গোলশূন্য। তবে বিরতির পর জালের দেখা পায় অস্ট্রেলিয়া। ৫৩তম মিনিটে হাইবেরিয়ান সতীর্থ মার্টিন বয়েলের পাসে জ্যাকসন আরভিনের গোলে এগিয়ে যায় সকারুরা।

এর ৪ মিনিট পর আমিরাতকে সমতায় ফেরান কাইও কানেডো। প্রতিপক্ষের দুর্বল রক্ষণভাগের সুযোগে কাছ থেকে বল জালে পাঠান ব্রাজিলে জন্ম এই ফরোয়ার্ড। তবে শেষ মুহূর্তে জয়সূচক গোলের দেখা পায় অস্ট্রেলিয়া। আজদিন রাস্ট্রিচের গোলে আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনাল নিশ্চিত করে তারা।

ম্যাচটি হয়েছে ৩৩ সেলসিয়াস তাপের মধ্যে। যদিও আল রায়ান স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত। এমন তীব্র গরমের মধ্যেও সকারুদের হারাতে পারেনি আমিরাত। অস্ট্রেলিয়া কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে একই ভেন্যুতে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার পেরুর।

বিশ্বকাপের শেষ দল নিশ্চিত হবে মঙ্গলবার। কোস্টারিকা বনাম নিউজিল্যান্ডের ম্যাচ শেষে জানা যাবে কাতারে যাচ্ছে কে।

সূত্র: দেশ রূপান্তর