ভারতকে হারাতে সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে পাকিস্তান দলকে

ফানাম নিউজ
  ০৪ অক্টোবর ২০২১, ০৬:৫০

আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। তবে বিশ্বকাপের মূল আকর্ষণ সুপার টুয়েলভের মাঠে গড়াবে ২৩ অক্টোবর থেকে। আর দ্বিতীয় দিনই মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এ লড়াই দেখতে মুখিয়ে বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

এর আগে কখনও বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক ফর্ম বিবেচনায়ও পাকিস্তানের চেয়ে এগিয়েই থাকবে ভারত। তাই বলে ম্যাচের আগেই হেরে যাওয়ার পক্ষে নয় পাকিস্তান। দেশটির সাবেক ক্রিকেটাররা এরই মধ্যে সাহস জোগানোর পাশাপাশি নানান পরামর্শও দিচ্ছেন।

তেমনই এক অভিনব টোটকা দিলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। তার মতে, ভারতের বিপক্ষে চাপমুক্ত থেকে ভালো করার জন্য পাকিস্তানের ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম থেকে দূরে থাকতে হবে। ক্রিকেটপাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন গুল।

তার ভাষ্য, ‘ভারতের বিপক্ষে ম্যাচে সবসময়ই বাড়তি চাপ থাকে। কারণ সারা দেশ চায় ম্যাচটি জিততে। আমার পরামর্শ হলো খেলোয়াড়দের উচিত নার্ভ নিয়ন্ত্রণে রাখা এবং হাই-ভোল্টেজ ম্যাচের চাপে নুয়ে না পড়া। আমি এটাও পরামর্শ দেবো, ভারত ম্যাচকে ঘিরে খেলোয়াড়দের উচিত সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়া।’

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়েও কথা বলেছেন গুল। দল ঘোষণার পর থেকে সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন নির্বাচকদের। বেশ কয়েকজন ক্রিকেটারের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক্ষেত্রে ব্যতিক্রম গুল। তিনি সরাসরি নাম উল্লেখ করে সমালোচনার পক্ষে নন।

গুল বলেছেন, ‘বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই অনেক বেশি সমালোচনা চলছে। আমার মতে, আমাদের অবশ্যই সমালোচনা করা উচিত তবে কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করে নয়। সাম্প্রতিক সময়ে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে খেলোয়াড়রা। এখন তাদের সাহস বাড়ানো উচিত, অনুৎসাহিত করা নয়।’