ক্রিকেটারদের ইনজুরি নিয়ে সতর্ক টিম ম্যানেজমেন্ট

ফানাম নিউজ
  ০৭ জুন ২০২২, ১২:২৮

দেশের অন্যতম সেরা চার বোলার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে ছাড়াই শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ খেলেছে বাংলাদেশ। নাঈম হাসান খেলেছেন প্রথম টেস্ট। তাদের ইনজুরি বাংলাদেশ দলকে ভাবিয়ে তুলেছিল। সামনে অনেক সিরিজ। ক্রিকেটারদের ইনজুরি নিয়ে তাই সতর্ক টিম ম্যানেজমেন্ট। ভালো খবর হলো, মিরাজের পুনর্বাসন শেষ পর্যায়ে, তাসকিন শেষের কাছাকাছি। শরীফুল ও নাঈমের ইনজুরির আপডেট বোঝা যাবে বৃহস্পতিবারের মধ্যে।

ক্রিকেটারদের ইনজুরির সর্বশেষ নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মিরাজের পুনর্বাসন শেষ পর্যায়ে। আমরা আত্মবিশ্বাসী যে, শুরু থেকে মিরাজ দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে পারবে।’ তিনি বলেন, ‘তাসকিনের পুনর্বাসন মাঝামাঝি পর্যায়ে রয়েছে। বোলিংয়ে সে ৭০-৮০ ভাগ জোর দিয়ে বোলিং করতে পারছে। শরীফুলের প্লাস্টার খোলা হবে বৃহস্পতিবার। নাঈমের অবস্থাও ওইদিন বোঝা যাবে।’

দেবাশীষ বলেন, ‘আমাদের কিছু ইনজুরি ঝুঁকি আছে। আমরা আরও সতর্ক হব ইনজুরির ব্যাপারে।’ তিনি যোগ করেন, ‘সারা বিশ্বে স্বীকৃত ও গ্রহণযোগ্য কিছু ফর্মুলা আছে। সব আমরা অনুসরণ করছি। এই অভিজ্ঞতা আরও বেশি কাজে দেবে পরে। আমাদের সফটওয়্যার বলে দেবে কে রেড জোনে প্রবেশ করছে। এমনটা হলে আমরা টিম ম্যানেজমেন্টকে তা জানিয়ে দেব।’