মেসিদের শিরোপা উল্লাস নিয়ে নেইমারের উপহাস

ফানাম নিউজ
  ০৩ জুন ২০২২, ১৫:৩৯

যতই কাছের বন্ধু হোক না কেন, লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের ফিনিলিসিমা জয় খুশি করতে পারেনি নেইমারকে। আর্জেন্টিনার শিরোপা উল্লাস নিয়ে উপহাস করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছে কোপা আমেরিকা জয়ী লা আলবিসেলেস্তেরা। তাতে একটু হলেও তো গা জ্বলবে নেইমারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা উগরে দিলেন পিএসজি ফরোয়ার্ড।

কারণ ফিনালিসিমায় থাকতে পারতো ব্রাজিল। গত কোপার ফাইনালে নেইমারের সেলেসাওদের হারিয়ে শিরোপা খরা ঘোচায় আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর তাদের এবং মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি। এরপর সিদ্ধান্ত হয় আন্তঃমহাদেশীয় লড়াই হবে ইউরো চ্যাম্পিয়নস ইতালি ও কোপা জয়ী আর্জেন্টিনার মধ্যে। যার আনুষ্ঠানিক নাম ফিনালিসিমা।

মেসির জাদুতে তাতে শেষ হাসি আকাশি-নীলদের। আজ্জুরিদের ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। দুই গোলে অ্যাসিস্ট করে ম্যাচ সেরাও হয়েছেন পিএসজি ফরোয়ার্ড। সঙ্গে এক বছরের ব্যবধানে জুটল টানা দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা।

তাতে নেইমার যে হতাশ হবেন, তা তো স্বাভাবিক। কেবল ৩০ বছর বয়সী তারকার জন্য নয়, তার জাতীয় দলের সব সতীর্থদের জন্যও চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার আন্তঃমহাদেশীয় লড়াই জয় কষ্টেরও। তার মধ্যে ব্রাজিলিয়ানদের কাঁটা গায়ে নুনের ছিঁটা দিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচ শেষে বাঁধভাঙা উল্লাসে মাতা আর্জেন্টিনার খেলোয়াড়দের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগেনি। ওয়েম্বলিতে নিজেদের ড্রেসিং রুমে উচ্ছ্বাসে চিৎকার করতে করতে তারা খোঁচা দিয়েছে ব্রাজিলিয়ানদের।

কী বলেছে জানেন? —‘কী হলো, ব্রাজিল? তোমরা কি এখনো অপেক্ষায়? কী হলো, ব্রাজিল? ফাবেলায় (ব্রাজিলের সবচেয়ে বড় বস্তি) তারা কাঁদছে। বছর চলে যাচ্ছে, তোমাদের কি ৫০-এর কাপের কথা মনে আছে? এমনটা আবার হবে বলে তারা ভয় পাচ্ছে।’

কেবল সেখানেই থেমে থাকেনি আর্জেন্টিনা। ম্যারাডোনা ও মেসির নামেও গলা ফাটিয়েছে তারা, ‘কারণ মেসির মাথায় মুকুট। তার বাম পায়ের জাদু তোমাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। ম্যারাডোনাকে মনে আছে? আমি জানি, এটা তোমাদের কষ্ট দেয়, তোমাদের ব্যথা দেয়, তবে এই কাপ আর্জেন্টিনার’।

জিতল না হয় টানা দুই আন্তর্জাতিক শিরোপা। ব্রাজিল তো সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তিন পিএসজি সতীর্থ মেসি-দি মারিয়া-লিয়ান্দ্রো পারেদেস যতোই কাছের বন্ধু হোক না কেন নেইমারের, চির প্রতিদ্বন্দ্বী দেশের এমন খোঁচা কাঁহাতক আর সহ্য করা যায়!

৩০ বছর বয়সী ফরোয়ার্ডও পারেননি মুখ বুজে থাকতে। তিনিও আর্জেন্টাইনদের জবাব দিয়েছেন। উপহাস করে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছেন, ‘তারা কি বিশ্বকাপ জিতেছে?’

সূত্র: দেশ রূপান্তর