শিরোনাম
ম্যানচেস্টার সিটির হয়ে সদ্য রোমাঞ্চকর এক মৌসুম শেষ করেছেন ওলেকসান্দার জিনচেঙ্কো। জিতেছেন প্রিমিয়ার লিগ। এখন তো উচ্ছ্বাসের সময় সিটিজেনদের।
তবে জিনচেঙ্কোর মনে যে আনন্দ নেই! রুশ সৈন্যদের হামলায় বিধ্বস্ত তার দেশ ইউক্রেন। যেখানে আগামীকালটায় অনিশ্চিত, সেখানে বুধবার রাতে গ্লাসগোতে কাতার বিশ্বকাপ নিশ্চিতের জন্য বাছাইয়ের প্লে-অফে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন কি হাসি ফোটাতে পারবে তাদের জনগণের মুখে? তার জন্য পেরোতে হবে স্কটিশ বাধা। বছরের শুরুতে হওয়ার কথা থাকলেও ইউক্রেনে রুশ হামলায় পিছিয়ে দেওয়া হয় ম্যাচটি। সতীর্থদের মতো জিনচেঙ্কোও চান, স্কটিশদের হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে দেশের মানুষদের ক্ষণিকের জন্য হলেও হাসি ফোটানোর।
তবে এই ম্যাচকে সামনে রেখে গণমাধ্যমে কথা বলতে গিয়ে কান্না থামাতে পারেননি সিটির ফুল-ব্যাক। নিজের দেশে হোক বা অন্য দেশে, যুদ্ধ চান না জিনচেঙ্কো, ‘আমাদের যুদ্ধ থামাতে হবে। আজ ইউক্রেন, আগামীকাল আপনার দেশ আক্রান্ত হতে পারে।’
রুশ সৈন্যদের হামলায় ইউক্রেনের অবস্থা বর্ণনা দিতে ভাষাও খুঁজে পাচ্ছিলেন না জিনচেঙ্কো, ‘যা ঘটছে তা বর্ণনা দেওয়াও অসম্ভব। এটা অগ্রহণযোগ্য, যার কারণে আমাদের তা থামাতে হবে। আমাদের জিততে হবে। ইউক্রেন স্বাধীনতার দেশ। সবাই চায় যুদ্ধ থামুক, সব ইউক্রেনিয়ান, এটাই একমাত্র স্বপ্ন আমাদের।’
সূত্র: দেশ রূপান্তর