শিরোনাম
সূচি অনুযায়ী রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ দলের। বিশ্বকাপের আগে কন্ডিশনিং ক্যাম্প করতে ওমানের মাস্কটে যাওয়ার কথা।
তবে ঘূর্ণিঝড় শাহিন বদলে দিতে পারে সূচি। এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে মাস্কট বিমানবন্দরে। তাই সতর্কতার জন্য বাতিল হতে পারে সব আন্তর্জাতিক ফ্লাইট। এতে বাংলাদেশ দলের ফ্লাইটের সূচিতেও আসতে পারে পরিবর্তন।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত এখনও জানায়নি মাস্কট বিমানবন্দর কতৃপক্ষ।
সূচি অনুযায়ী আজ রাতেই যাওয়ার কথা ওমানে। ঘুর্ণিঝড়ের কারণে ফ্লাইটের সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছি। এখনও আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি।
ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত সব ফ্লাইট বাতিল করা হয়েছে ওমান বিমানবন্দর থেকে। এখন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।
সূত্র: আরটিভি