প্রতিশোধ নিলেন সুয়ারেজ, অ্যাথলেটিকোর কাছে পাত্তাই পেল না বার্সা

ফানাম নিউজ
  ০৩ অক্টোবর ২০২১, ১০:২২

বার্সেলোনায় রোনাল্ড কোমানের সময় ফুরিয়ে আসছে প্রায়। যে কোনো সময় বরখাস্ত হতে পারেন ডাচ কোচ। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ৩-০ গোলে হারের পর অনিবার্য হয়ে উঠেছে তার প্রস্থান। 

অপেক্ষা ছিল শুধু লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষের ম্যাচের ফলাফলের। কিন্তু ফের কপাল পুড়তে চলেছে কোমানের  
 
অ্যাথলেটিকোর কাছে পাত্তাই পেল না বার্সেলোনা। ২-০ গোলে ধরাশায়ী হলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ম্যাচটি ওপেন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন বার্সা থেকে চোখের জলে বুক ভিজিয়ে অ্যাথলেটিকোতে যোগ দেওয়া লুইস সুয়ারেজ। সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছেন তিনি। বার্সাকে হারিয়ে সেই অপমানের প্রতিশোধ নিলেন আবারও। 

বুঝিয়ে দিলেন এ মৌসুমের আগের মৌসুমে কোমান তাকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়ে মূলত নিজ পায়ে কুড়াল মেরেছেন সেটিও।

ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার দিবাগত রাতে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন টমাস লেমার ও লুইস সুয়ারেস। ম্যাচের ২৪ মিনিটে লেমারকে দিয়ে গোল করান সুয়ারেজ। আর ৪৪ মিনিটে নিজে বল জালে জড়ান এ উরুগুইয়ান কিংবদন্তি। 

শুরুতে ভালোই লড়াই চালিয়ে যাচ্ছিল বার্সেলোনা। তবে ম্যাচের ২৩তম মিনিটে এসে লিড নেয় অ্যাটলেটিকো। ফেলিক্সের বাড়ানো বল ধরে লুইস সুয়ারেজ পাস বাড়ান ডি-বক্সে। আর ফাঁকায় বল পেলে গোল করতে ভুল করেননি ফরাসি মিডফিল্ডার লিমাঁ।

গোল শোধ করবে কি ৪৪ মিনিটে বার্সার ভুলে ব্যবধান দ্বিগুণ করে অ্যাথলেটিকো। ফেলিক্স থেকে লিমাঁর কাছে বল যায়। অরক্ষিত ডি বক্সে বল পেয়ে যান সুয়ারেজ। সময় নিয়ে ঠাণ্ডা মাথায় জালে বল জড়িয়ে দেন এই উরুগুয়ান স্ট্রাইকার। 

বার্সেলোনা ছাড়ার পর নিজের সাবেক দলের বিপক্ষে প্রথম গোলটি করেন। 

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাথলেটিকো। দ্বিতীয়ার্ধে নেমে একটি গোলও শোধ করতে পারেনি মেমফিস-আনসু ফাতিরা।

ফলে হার মেনেই বিদায় নিতে হয়ে বার্সেলোনাকে। আট ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ৯ম স্থানে।