শিরোনাম
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। এদিন অবশ্য প্রথম পর্ব বা বাছাই পর্ব শুরু হবে ৮ দলকে নিয়ে।
প্রথম দিনেই ওমানের মাস্কটে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে কন্ডিশনিং ক্যাম্পের জন্য আগে ভাগে ওমান রওয়ানা করবে টাইগাররা। রোববার ৩ অক্টোবর রাত ১০টা ৪৫ মিনিটের ওমানের ফ্লাইট, সেখানে পৌঁছে ১ দিনের কোয়ারেন্টিনে থাকবে দল।
৫ অক্টোবর থেকে চারদিনের ক্যাম্প শেষে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবে দল। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এরপর ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদরা।
সাকিব-মোস্তাফিজ অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ নিয়ে ব্যস্ত। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্স আর মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস।
আমিরাত পর্বে সাকিব যদিও খেলার সুযোগ পাননি ৫ ম্যাচ হয়ে গেলেও। অন্যদিকে দারুণ ফর্মে রয়েছেন মোস্তাফিজ।
চলতি আসরের প্রত্যেকটি ম্যাচেই সুযোগ পাওয়া মোস্তাফিজ ১১ ম্যাচে ওভার প্রতি ৭.৭৫ রান দিয়ে নিয়েছেন ১৩ উইকেট। অন্যদিকে সাকিব ভারত পর্বের ৩ ম্যাচে ২ উইকেট নেন আর ব্যাট হাতে করেন ৩৯ রান।